তোরা কেউ যাসনে ও পাগলের কাছে।
তিন পাগলে হলো মেলা নদেয় এসে।।
একটা পাগলামি করে
জাত দেয় সে অজাতের দৌড়ে যেয়ে।
আবার হরি বলে পরছে ঢলে ধুলার মাঝে।।
একটা নারকেলের মালা
তাতে জল তোলা ফেলে করঙ্গ সে।
পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে।।
পাগলের নামটি এমন
বলিতে ফকির লালন হয় তরাসে।
চৈতে নিতে অদ্বৈ পাগল নাম ধরেছে।।
Please follow and like us: