বেঁধেছে এমন ঘর
শুন্যের উপর পোস্তা করে।।
ঘরের সবে মাত্র একটি খুঁটি
ঘরের সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোঁড়াই নাইকো মাটি।
কিসে ঘর রবে খাঁটি
ঝড়ি তুফান এলে পরে।।
ঘরের মুলাধার কুঠুরি নয়টা
তার উপরে চিলেকোঠা।
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে
ঘরের উপর নিচে সারি সারি
সাড়ে নয় দরজা তারি।
লালন কয় যেতে পারি
কোন দরজা খুলে ঘরে।।
More Stories
আমায় ফুলেরা বলল Song Cover: Raman Biswas
আকাশ তোমায় কোন রূপে মন চিনতে পারে
আকাশ হতে আকাশ পথে হাজার স্রোতে