ধন্য ধন্য বলি তারে
বেঁধেছে এমন ঘর
শুন্যের উপর পোস্তা করে।।
ঘরের সবে মাত্র একটি খুঁটি
ঘরের সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোঁড়াই নাইকো মাটি।
কিসে ঘর রবে খাঁটি
ঝড়ি তুফান এলে পরে।।
ঘরের মুলাধার কুঠুরি নয়টা
তার উপরে চিলেকোঠা।
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে
ঘরের উপর নিচে সারি সারি
সাড়ে নয় দরজা তারি।
লালন কয় যেতে পারি
কোন দরজা খুলে ঘরে।।
লালন গীতি
ধন্য ধন্য বলি তারে
Moner Manush Song | Prosenjit | Paoli
গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা- লালনগীতি lalon geeti
আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা- লালনগীতি
সময় গেলে সাধন হবে না- লালনগীতি
More Stories
Motivation Speech:জীবন সাজানোর ১টিই উপায়
70+ অনুপ্রেরণামূলক উক্তি
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-2023 PDF