বলরে নিমাই বল আমারে।
রাধা বলে আজগুবি আজ
কাঁদলি কেন ঘুমের ঘোরে।।
সেই যে রাধার কি মহিমা
বেদাদিতে নাইরে সীমা।
ধ্যানে যারে পায় না ব্রহ্মা
তুই কি রুপে জানলি তারে।।
রাধে তোমার কি হয় নিমাই
সত্য করে বলো আমায়।
এমন বালক সময়
এ বোল কে শেখালো তোরে।।
তুমি শিশু ছেলে আমার
মা হয়ে ভেদ পাইনে তোমায়।
লালন কয় শচীন কুমার
জগৎ ফেললো চমৎকারে।।
More Stories
গণিতের সকল সূত্র একসাথে
কয়লা ও কালো শেলের মধ্যে 2 টি প্রধান পার্থক্য জানেন কি?
প্রফেসর মদন মোহন দে যে 4 টি কারনে শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন