মনের কথা বলবো কারে
মন জানে আর জানে মরম
মজেছি মন দিয়ে যারে।।
মনের তিনটি বাসনা
নদীয়ায় করবো সাধন
নইলে মনের বিয়োগ যায় না
তাইতে ছিদাম এ হাল মোরে।।
কটিতে কৌপীন পরিব
করেতে করঙ্গ নেবো
মনের মানুষ মনে রাখবো
কর যোগাবো মনের শিরে।।
যে দায়ের দায় আমার এ মন
রসিক বিনে বুঝবে কোন জন
গৌর হয়ে নন্দের নন্দন
লালন কয় টা বিনয় করে।।
Please follow and like us:
More Stories
স্মার্টফোন ও কম্পিউটার আসক্তি আপনার ক্ষতি করছে না তো?
How to convert mg/l to meq/l simply
My Own Life Story: The Real Kindness of Japanese People