মুগ্ধতা

মুগ্ধতা

Spread the love

মুগ্ধতা

মুগ্ধতা

আমার মনের মরুভূমিতে প্রশান্তির এক ফোঁটা বৃষ্টি তুমি।
অপরুপ সুন্দর ধরণীতে বিধাতার অনন্য এক সৃষ্টি তুমি!
আমার হৃদয় আকাশে এক টুকরো পূর্ণিমার চাঁদ তুমি।
কষ্টিপাথরে যাচিত স্বর্ণমুদ্রার ন্যায় নিখাদ তুমি!

আমার সুখের নদীতে অজস্র জলরাশির স্রোত তুমি।
আমার জানা-অজানা, বোঝা-না বোঝায় বোধ তুমি!
আমার কল্পনার শান্ত সমুদ্রে অশান্ত ঢেউ তুমি।
ভবঘুরে এই জীবনে মনে হয় আপন কেউ তুমি!

শত বিষাদ ডিঙিয়ে আমার ভালো থাকার কারণ তুমি।
হাজারো খেয়াল খুশির মাঝে প্রিয়তম বারণ তুমি!
আমার হৃদয়ের সকল অনুভুতির আবরণ তুমি।
জীবনে হিসেবের খাতায় জটিলতম সমীকরণ তুমি!

আমার সকালের স্নিগ্ধ মিহি রোদ তুমি।
আমার সকল অভিমানে মিষ্টি ক্রোধ তুমি!
আমার সোনালী সন্ধ্যার অন্ধকারে প্রগাঢ় স্তব্ধতা তুমি।
জীবনের সকল পরতে এক অনাবিল মুগ্ধতা তুমি!

আমার কল্পনার শান্ত সমুদ্রে অশান্ত ঢেউ তুমি।
ভবঘুরে এই জীবনে মনে হয় আপন কেউ তুমি!
আমার হৃদয়ের সকল অনুভূতির আবরণ তুমি।
জীবনে হিসেবের খাতায় জটিলতম সমীকরণ তুমি!

মুগ্ধতা, মহসিন রেজা
ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
সেশন: ২০১৭-১৮

Author: Mohsin Reza
BSc in Geology and Mining, University of Rajshahi, Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *