যাও হে শ্যাম রাইকুঞ্জে আর এসো না।
এলে ভালো হবেনা।।
গাছ কেটে জল ঢালো পাতায়
এ চাতুরি শিখলে কোথায়।
উচিত ফল পাবে হেথায়
তা নইলে টের পাবে না।।
করতে চাও শ্যাম নগরালি
যাও যথা সেই চন্দ্রাবলী।
এ পথে পড়েছে কালি
এ কালি আর যাবেনা।।
কেলে বধু জানা গেলো
উপরে কালো ভিতিরে কালো
লালন বলে উভয় ভালো করি উভয় বন্দনা।।
Please follow and like us:
More Stories
Bhola cyclone; the devasted Natural Disaster in Bangladesh in 1970
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গুগলের শ্রদ্ধা জ্ঞাপন
Is asbestos a carcinogenic