যাও হে শ্যাম রাইকুঞ্জে আর এসো না।
এলে ভালো হবেনা।।
গাছ কেটে জল ঢালো পাতায়
এ চাতুরি শিখলে কোথায়।
উচিত ফল পাবে হেথায়
তা নইলে টের পাবে না।।
করতে চাও শ্যাম নগরালি
যাও যথা সেই চন্দ্রাবলী।
এ পথে পড়েছে কালি
এ কালি আর যাবেনা।।
কেলে বধু জানা গেলো
উপরে কালো ভিতিরে কালো
লালন বলে উভয় ভালো করি উভয় বন্দনা।।
More Stories
সুন্দরবন কেন এতো উপকারী
ভূমিকম্প প্রতিরোধে করণীয়
প্লেগ রোগের উৎপত্তি কোথায়: ইতিহাসের ভয়াবহ ব্লাক ডেথ প্লেগ মহামারী