ক্ষম ক্ষম অপরাধ- লালনগীতি
ক্ষম ক্ষম অপরাধ
দাসের পানে একবার চাও হে দয়াময়।
বড় সঙ্কটে পড়িয়া দয়াল
বারে বারে ডাকি তোমায়।।
তোমার ক্ষমতায় আমি
যা ইছে তাই করো তুমি।
রাখো মারো সে নাম নামি
তোমারই এই জগৎময়।।
পাপী অধম ত্বরাতে সাঁই
পতিত পাবন নাম শুনতে পাই।
সত্য মিথ্যা জানবো হেথায়
ত্বরাইলে আজ আমায়।।
কসুর পেয়ে মারো যারে
আবার দয়া হয় গো তারে।
লালন বলে এ সংসারে
আমি কি তোর কেহই নই।।
ক্ষম ক্ষম অপরাধ
https://www.youtube.com/watch?v=GtCR8Mbg8KA
More Stories
চন্দ্রবোড়া সাপ কামড়ালে কি করা উচিত
সাপ্তাহিক চাকরির খবর ২০২৪
রাসেল ভাইপার কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে