জাপানের মিউজিয়াম

ঘুরে এলাম জাপানের মিউজিয়াম

Spread the love

ঘুরে এলাম জাপানের মিউজিয়াম

জাপানের মিউজিয়ামগতকাল কিছুই ভাল লাগছিল না তাই ঘুরে এলাম জাপানের মিউজিয়াম। এটা জাপানের মাতসুমতো শহরে অবস্থিত। মাতসুমতো শহরে ঘুরে বেড়ানোর অনেক জায়গা রয়েছে। তার মধ্যে সেরা কয়েকটি জায়গা হল। মাতসুমতো ক্যাসেল, মাতসুমতো জাদুঘর।

জাপানের মাতসুমত শহরে যারা ঘুরতে আসবে তাদের জন্য দুইটা স্থান খুব ই গুরুত্ব পূর্ণ । একটা হল মাতসুমতো ক্যাসেল অন্যটা মাতসুমতো মিউজিয়াম । আমি মাতসুমতো মিউজিয়াম এ গিয়েছিলাম সেখানে শিশুদের জন্য এবং বড়দের জন্য উন্মুক্ত । এখানে মাসের নির্দিষ্ট সময়ে চিত্র প্রদর্শনী হয়। আর উন্মুক্ত রয়েছে ওপেন গ্যালারি।

জাপানের মিউজিয়াম কি আছে?

এখানে রয়েছে তেল রং এর কাজ । মাছের কাটা দিয়ে চিত্র । তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের স্ট্যাচু। কাজ গুলো অতি অসাধারণ। যেহেতু নগ্নতা শিল্পীদের একটা সাধারণ বিষয়। তবুও ছোটদের জন্য নয়। যদিও জাপানে অলি গলিতে নগ্ন স্ট্যাচু দেখা যায়।

স্থানঃ

জাপানের মিউজিয়াম

More Videos

Author: Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *