Colorgeo.com

Disaster and Earth Science

মনের কথা বলবো কারে – লালনগীতি

Spread the love

মনের কথা বলবো কারে – লালনগীতি

মনের কথা বলবো কারে
মন জানে আর জানে মরম
মজেছি মন দিয়ে যারে।।
মনের তিনটি বাসনা
নদীয়ায় করবো সাধন
নইলে মনের বিয়োগ যায় না
তাইতে ছিদাম এ হাল মোরে।।
কটিতে কৌপীন পরিব
করেতে করঙ্গ নেবো
মনের মানুষ মনে রাখবো
কর যোগাবো মনের শিরে।।
যে দায়ের দায় আমার এ মন
রসিক বিনে বুঝবে কোন জন
গৌর হয়ে নন্দের নন্দন
লালন কয় টা বিনয় করে।।

মনের কথা বলবো কারে
মনের কথা বলবো কারে

মনের কথা বলবো কারে – লালনগীতি

গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা- লালনগীতি lalon geeti

সব লোকে কয় লালন কি জাত সংসারে

ক্ষম ক্ষম অপরাধ- লালনগীতি

আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা- লালনগীতি

সময় গেলে সাধন হবে না- লালনগীতি

সময় গেলে সাধন হবে না- লালনগীতি

দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি- লালনগীতি

দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি- লালনগীতি

বলরে নিমাই বল আমারে- লালনগীতি

বলরে নিমাই বল আমারে- লালনগীতি

বিষয় বিষে চঞ্চল মন দিবা রজনী- লালনগীতি

সেই কালাচাঁদ নদেয় এসেছে- লালনগীতি