Colorgeo.com

Disaster and Earth Science

বলরে নিমাই বল আমারে- লালনগীতি

Spread the love

বলরে নিমাই বল আমারে

বলরে নিমাই বল আমারে।
রাধা বলে আজগুবি আজ
কাঁদলি কেন ঘুমের ঘোরে।।

সেই যে রাধার কি মহিমা
বেদাদিতে নাইরে সীমা।
ধ্যানে যারে পায় না ব্রহ্মা
তুই কি রুপে জানলি তারে।। 

রাধে তোমার কি হয় নিমাই
সত্য করে বলো আমায়।
এমন বালক সময়
এ বোল কে শেখালো তোরে।।

তুমি শিশু ছেলে আমার
মা হয়ে ভেদ পাইনে তোমায়।
লালন কয় শচীন কুমার
জগৎ ফেললো চমৎকারে।।

গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা- লালনগীতি lalon geeti

সব লোকে কয় লালন কি জাত সংসারে

ক্ষম ক্ষম অপরাধ- লালনগীতি

আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা- লালনগীতি

আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা- লালনগীতি

দেখ না মন ঝাকমারি এই দুনিয়া দারি- লালনগীতি

মনের কথা বলবো কারে – লালনগীতি