Colorgeo.com

Disaster and Earth Science

আকাশ হতে আকাশ পথে হাজার স্রোতে

Rezwana Choudhury Bannya
Spread the love

আকাশ হতে আকাশ পথে হাজার স্রোতে

আকাশ হতে আকাশ পথে হাজার স্রোতে 

ঝরছে জগত ঝর্না ধারার মত

আমার শরীর মনের অধীর ধারা সাথে সাথে বইছে অবিরত 

দুই প্রবাহের ঘাতে ঘাতে উঠিতেছে গান দিনে রাতে 

সেই গানে গানে  আমার প্রানে ঢেউ লেগেছে কত

আমার হৃদয়তটে চূর্ণ সে গান ছড়ায় শত শত

ওই আকাশ ডোবা ধারার দোলায় দুলি অবিরত

এই নৃত্য পাগল ব্যকুলতা বিশ্ব পরানে

নিত্য আমায় জাইয়ে রাখে শান্তি না মানে 

চিরদিনের কান্না হাসি উঠছে ভেসে রাশি রাশি

এ সব দেখতেছে কোন নিদ্রা হারা নয়ন তারা নয়ন অবনত

ওগো সেই নয়নে নয়ন আমার হোক না নিমেষ হত

ওই আকাশ ভরা দেখার সাথে দেখব অবিরত।।


আশ্বিন ১৩২৫ ( ১৯১৮) রেজয়ানা চৌধুরী বন্যা

আকাশ হতে আকাশ পথে