ডাইনোসর বিলুপ্ত হয়েছিল কিভাবে?
উল্কাপাত বা গ্রহাণুর আঘাতে ডাইনোসর-বিলুপ্ত হয়ে গেছে বলে ধারণা করা হয় । তবে বিজ্ঞানীরা বলছেন, অন্তত ৬০ মিলিয়ন বছর আগেই তাদের বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়েছিল।
গ্রহাণুর আঘাতে সেটি শেষ হয় মাত্র। উল্কা আঘাতের ফলে মুহূর্তের মধ্যে সমস্ত আকাশ ঢেকে যায়। যে স্থানটিকে উক্লাপাত হয়েছিল সেই স্থানের নাম মেক্সিকোর চিকচুলাব। এই চিকচুলাবের ভু গর্ভে প্রচুর পরিমাণ তেল গ্যাস মজুত ছিল । অর্থাৎ এটা একটি কয়লা ও পেট্রলিয়াম এর খনি।
উল্কা পাতের ফলে ভস্মীকৃত কয়লার কণা আকাশের স্ট্রাটস্ফারের সীমানা পর্যন্ত পৌঁছে যায়। ফলে ২০৩ বছর পর্যন্ত আকাশ কালো মেঘে ঢেকে থাকতো। এর ফলে ডাইনোসর গুলো তাদের প্রয়োজনীয় খাদ্য শৃঙ্খল ভেঙ্গে পড়ে। দীর্ঘ মেয়াদে কিছু ডাইনোসর মারা পড়ে।
এর পরে যখন ধীরে ধীরে পৃথিবীর আকাশের কার্বন স্যুট কণা গুলো মাটিতে পড়ে আকাশ পরিষ্কার হতে থাকে। উক্লাপাতের ফলে বিপুল পরিমাণ SO2, CO2, নির্গত হয়। এর ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। দীর্ঘ মেয়াদে এটার একটি নেতিবাচক ফল ছিল ডাইনোসর গুলোর বিলুপ্তির জন্য।
ডাইনোসর বিলুপ্ত রহস্যঃ
ডাইনোসরদের বিলুপ্তির বিষয়ে রহস্যের শেষ নাই। তবে ডাইনোসর বিলুপ্তির জন্য শুধু একটি কারণ ই দায়ী নয় বলে বিজ্ঞানীদের ধারনা। প্রমাণের ভিত্তিতে তারা বলে যে বর্তমান ইন্ডিয়াতে ডেক্কান ট্র্যাপ নামক জায়গাতে দীর্ঘ সময় ধরে তিনটা ধাপে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে ডাইনোসর বিলুপ্তি হতে পারে।
কারণ ডেক্কান ট্র্যাপ এমন একটি জায়গা যেখানে ক্রিটেশিয়াস পালেওজিন সময়ের মধ্যেই অগ্নুৎপাত হয়। এটা এত বৃহৎ আঁকারে হয় হয় পৃথিবীর সবথেকে বৃহৎ লাভা ফ্লো এই ডেক্কান ট্র্যাপেই অবস্থিত যেটা মহারাষ্ট্র থেকে শুরু হয়ে বঙ্গোপসাগরে পড়েছিল। কয়েক মিলিয়ন বছর ধরে এই অগ্নুৎপাত হয়েছিল। যার ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি তে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন হয়ে ডাইনোসরদের জন্য বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ে এবং ডাইনোসর গুলো গুলো মারা যায়।।
ডাইনোসর বিলুপ্ত হয়েছিল যে কারণে YouTube Video
ডাইনোসর-বিলুপ্ত হওয়ার কারণ এখনো সম্পূর্ণ নিশ্চিত নয়, কিন্তু বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা কিছু কারণ উল্লেখ করেছেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল পৃথিবীতে একটি বিশাল আঘাত ঘটে যা প্রায় ৬৫ মিলিয়ন বছর আগে ঘটেছিল।
এই ঘটনার ফলে বিশাল ধূলির কণা উত্পন্ন হয় এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণে এই ডাইনোসর গুলি পরিবেশের সাথে খাপ খাইয়ে বেঁচে থাকতে পারেনি।
- পরিবেশে উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন:
পৃথিবীর জলবায়ু ও উষ্ণতার পরিবর্তন হতে পারে এবং এটি ডাইনোসরদের জীবনধারা পরিবর্তন করে দেয়। কয়েকটি বিশেষ কারণের মধ্যে জলবায়ু ও উষ্ণতার পরিবর্তন হতে পারে।
-
খাদ্য ও জীবনধারার পরিবর্তন: পৃথিবীতে খাদ্য সম্পদের পরিবর্তনের ফলে ডাইনোসরের খাবারের সোর্সগুলি পরিবর্তিত হয়ে যাওয়ার কারণে এদের সংখা কমতে পারে।
ডাইনোসরের উত্থান হয় কিভাবে?
প্রিমিটিভ ডাইনোসর বসবাস করত ডেভোনিয়ান সময়ে। ডেভোনিয়ানকে বলা হয় এজ অফ ফিস। অর্থাৎ মাছের উত্থান। এই ডেভনিয়ান সময় থেকেই ডাইনোসর ধীরে ধীরে বিবর্তন হতে হতে কৃতেসিয়াস সময়ে গিয়ে পরিপূর্ণ ডাইনোসর রূপ নেয়।
ডাইনোসর বিলুপ্ত হয় কত বছর আগে?
নতুন এ তথ্য অনুযায়ী, প্রায় ১২০ মিলিয়ন বছর আগেই ডাইনোসর এর বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়। ধারণা করা হয়, ৬৬ মিলিয়ন বছর আগে অন্তত ১০ কিলোমিটার আকৃতির গ্রহাণুর আঘাতে পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়। তবে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের বিজ্ঞানীরা ডাইনোসরের ফসিলের পরীক্ষা-নিরীক্ষা করে বলেন, এর অনেক আগে থেকেই এ বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়েছিল।
ডাইনোসর কি এখনো আছে?
বর্তমানে পৃথিবীতে কোন ডাইনোসর নাই তবে তাদের প্রজাতি রয়ে গেছে যা বিবর্তনের মাধ্যমে অভিযোজন করেছে। পাখীরা হল জীবন্ত ডাইনোসর তবে বিবর্তিত। ধারনা করা হয় ডাইনোসর বিলুপ্তি না হলে মানুষের বিবর্তন নাও হতে পারত।
যে কারণে ডাইনোসর আজও পৃথিবীতে বসবাস করতে পারত (বিস্তারিত)
পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসর কোনটি?
সব থেকে বড় আকারের ডাইনোসর হল দ্যা সাউদারন টাইটান অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা এর নাম দিয়েছে ২০০৭ সালে আবিষ্কারের পর । ২০০৭ সালে আবিষ্কার হয়েছিল এই ডাইনোসরের নিদর্শন। এখন তারা জানিয়েছেন, এটি অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়া সবথেকে বড় ডাইনোসর ছিল। ভারত মহাদেশে পাওয়া সব থেকে বড় ডাইনোসর হল ব্রুহুতকেওসরাস (ছবি দেখুন)
এটা ভারত মহাদেশে ৭০ মিলিয়ন বছর পূর্বে বিচরণ করতো এবং এর ওজন ছিল ১০০ টন এবং ৩৫ মিটার লম্বা ছিল। এটা মূলত ভারতের তামিল নাড়ু থেকে এর ফসিল পাওয়া যায়। সমগ্র ভারত মহাদেশে যে সব ডাইনোসর বসবাস করতো তার একটি সংকলন রয়েছে ড রমন কুমার বিশ্বাস ভারতীয় উপমহাদেশের যত ডাইনোসর ছবি সহ বর্ণনা।
ডাইনোসর বিলুপ্তি হয়ে এখন মাটিতে নিদর্শন রেখে গিয়েছে এবং বিজ্ঞানীরা তা আবিষ্কার করে অবয়ব দিয়েছেন এমন কিছু ডাইনোসরের অবয়ব দেখুন;
লেভিসুকাস (Laevisuchus) ডাইনোসর বিলুপ্ত ছবি ও পরিচিতি
আলওয়াকেরিয়া (Alwalkeria) ডাইনোসর বিলুপ্ত ছবি ও পরিচিতি
ছোটদের ডাইনোসর-হ্যান্ড বুক ছবি সহ ম্যাগাজিন সংকলন ড. রমন কুমার বিশ্বাস
Raman Kumar Biswas এর নতুন বই প্রাগৈতিহাসিক দুর্যোগ ও গণবিলুপ্তির উপাখ্যান বইমেলা ২০২৩ এ প্রকাশিত
যারা ডাইনোসর নিয়ে পড়াশোনা করে তাদের জন্য এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়।