colorgeo.com

Disaster and Earth Science

Earthquake-weather বা ভূমিকম্প আবহাওয়া কি আছে?

জলবায়ু পরির্তন

৪র্থ শতাব্দীতে এরিস্টটল প্রস্তাব করেন যে ভূমিকম্প হয় যখন বায়ু ভূগর্ভে আটকে পড়ে। এটাকে ভূতাত্ত্বিক ভাষায় subterranean caves বলে। এরিস্টটলের মতে, ছোট ভূমিকম্প সাধারণত বায়ু যখন ভূগর্ভের উপরে চাপ দেয় তখন ছোট ভূমিকম্প সংগঠিত হয়। আর ভূমিকম্প হয় যখন বায়ুচাপ ভূ গর্তের ছাদ বিদীর্ণ করে ভেঙ্গে ফেলে। এই তত্ত্বকে  ভূমিকম্প আবহাওয়া  earthquake weather বলা হয়ে থাকে। মানুষ বিশ্বাস করতো যে বায়ুর একটা বড় অংশ ভূগর্ভের নিচে আটকে পড়ে আছে এটা ভূমিকম্পের সময় গরম হতে পারে।  পরবর্তীতে তত্ত্ব ব্যখ্যা করে যে সাধারণত শান্ত ও মেঘাচ্ছন্ন অবস্থায় ভূমিকম্প সংগঠিত হয়।

প্রকৃতপক্ষে, ভূমিকম্প আবহাওয়া  earthquake weather বলে কিছু নাই। ভূমিকম্প মেঘ, রোদ, বৃষ্টি, ঝড় যে কোন সময় হতে পারে।  তবে খুব বেশি নিম্ন চাপ যার ফলে বড় রকমের ঘূর্ণিঝড় বা টাইফুন হতে পারে এমন পরিস্থিতে খুব ছোট মাত্রার ভূমিকম্প হবার জন্য প্রভাবিত করতে পারে যাতে করে স্লিপ ফল্ট হতে পারে। যদিও এটা একেবারেই নগণ্য ঘটনা।

earthquake weather

==========