Colorgeo

Classroom for Geology and Disaster

ভূমিকম্পের ফলে কি ভূমি বিদীর্ণ হতে

ভূমিকম্পের ফলে কি ভূমি
Spread the love

ভূমিকম্পের ফলে কি ভূমি বিদীর্ণ হতে পারে

স্বল্প গভীরতার খাদ তৈরি হতে পারে ভূমিকম্পের ফলে। যেমন ভূমিধ্বস, ভূমি পাশে সরে যাওয়া, কিন্তু কোন ভুমিকম্পের ফলে ফল্ট প্লেন (Fault ) ভু পৃষ্ঠে বেরিয়ে আসে না। যে কন ভূমিকম্প তখনই সংগঠিত হয় যখন দুটো বৃহৎ ভূখণ্ড দীর্ঘদিন আটকে থাকার কারণে অবমুক্ত হয়।

আর তখনই বড় ভূমিকম্প সংগঠিত হয়।  যদি কোন ফল্ট প্লেনে কোন ঘর্ষণ শক্তি জমা না থাকে তবে কোন ভূমিকম্প হবে না। তাই ভূমিকম্পের সময় ভু পৃষ্ঠের স্থান চ্যুতি ঘটে ঠিক তবে ভূমি বিদীর্ণ হবার সম্ভাবনা নাই।

ভূমিকম্পের ফলে কি ভূমি
ভূমিকম্পের ফলে কি ভূমি বিদীর্ণ হতে পারে?