colorgeo.com

Disaster and Earth Science

প্রার্থনা

প্রার্থনা

আফরিন হোসেন আশা
——————–
ভালো থাকা লক্ষ্য আমার
যতই আসুক বাধা।
রব তুমি আমার পাশে
থেকো সর্বদা,,
জীবন মাঝে দৈন্যতার
অভাব যে আর নাই।
ছাড়তে চেয়ে ছাড়ছে না পিছ
তোমার বান্দার…
সূর্যি কিরণ যেমন করে
মেটায় অন্ধকার
তেমন করে দূর করে
দাও আমার দৈন্যতার।
বিপদ আপদ সবই
তোমার অমোঘ নিয়ামত
কষ্ট শিষ্ট আসুক যতই
ত্রান কর আমায়।
ধৈর্য্য নামের হিরের আলোয়
আলোকিত কর মন
পাহাড় এসে টুটলে মাথায়
আমি যেন হই স্থির।।
কালের ভাগে সবার আগে
চায় আমি পরকাল
নেক আমল করতে যেন
কেটে যায় ইহলোক।
সকাল বেলার প্রার্থনায়
মোনাজাতরত হাত
কায়মনোবাক্যে করে
নাজাতের ফরমান।
কবুল কর আরজি
আমার,,
মঙ্গল কর সবার
এই হাত যেন ফিরে না
আসে খালি তোমার বান্দার।

কবি: আফরিন হোসেন আশা, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।