যাও হে শ্যাম রাইকুঞ্জে
যাও হে শ্যাম রাইকুঞ্জে আর এসো না।
এলে ভালো হবেনা।।
গাছ কেটে জল ঢালো পাতায়
এ চাতুরি শিখলে কোথায়।
উচিত ফল পাবে হেথায়
তা নইলে টের পাবে না।।
করতে চাও শ্যাম নগরালি
যাও যথা সেই চন্দ্রাবলী।
এ পথে পড়েছে কালি
এ কালি আর যাবেনা।।
কেলে বধু জানা গেলো
উপরে কালো ভিতিরে কালো
লালন বলে উভয় ভালো করি উভয় বন্দনা।।
More Stories
অলৌকিক ঘটনা: গাছ থেকে রক্ত বের হচ্ছে বিশ্লেষণ চন্দন প্রতাপ মাগুরা
গরিবের স্ট্যাটাসঃ অলীক ধারণা ও গল্প (মুহাম্মদ ইউনুসের বই থেকে)
নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনও বাকি