Colorgeo.com

Disaster and Earth Science

বঙ্গবন্ধু

Spread the love

বঙ্গবন্ধু

কায়েস মাহাবুব সাকিব ————————– শোনো, হে নবীন কৃষক, শ্রমিক, প্রবীণ,

টুঙ্গিপাড়ার এক ছোট্ট কিশোরের গল্প,

যেখানে লুকানো ছিলো স্বাধীন বাংলার স্বপ্ন।

যাঁর কাঁধে উঠে দাঁড়ায়,

বাংলাদেশ রাষ্ট্রের শির,

তিনি এক অসীম সাহসী,

অকুতোভয় বীর।

যাঁর সাহসিকতা যেন বিশাল সমুদ্রের ঢেউ,

প্রতিবাদ আর দেশপ্রেমে সমতুল্য হবে না কেউ।

তিনি মানেই ৬৬’র বাংলার মুক্তির সনদ, শোষণ, অত্যাচার, বৈষম্যে প্রতিবাদ আর অমত।

তিনি মানেই ৬৯’র মিথ্যা মামলার বিদ্রোহী কয়েদী, পাকিস্তানি সামরিক শাসন, মার্শাল ল’র বিরোধী।

তিনি মানেই নিরঙ্কুশ বিজয়ে ৭০’র নির্বাচন, বাঙালির অধিকার আদায়ে প্রতিবাদী আগ্রাসন।

তিনি মানেই ৭ই মার্চের রক্তে আগুন ঝরা ভাষণ, মুক্তির ডাকে পুরো জাতিকে একই আত্মায় বাঁধন।

তিনি মানেই সহচর, জাতীয় চার নেতা, ডিসেম্বর ষোলোতে, রেসকোর্সের স্বাধীনতা।

তিনি মানেই হাজরো কাব্য, গল্প আর উপন্যাস, তিনি মানেই পঁচাত্তরের ঘাতকদের দীর্ঘশ্বাস।

তিনি বঙ্গবন্ধু, পিপাসার্ত বাঙালির স্বাধীনতার তেষ্টা, তিনি মহান রাষ্ট্রনায়ক, সোনার বাংলা গড়ার চেষ্টা।

চলো আজ সবাই মিলে, একই কন্ঠে গাই তাঁর গান, তিনি আমাদের জাতির পিতা, শেখ মুজিবুর রহমান।

বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু

 

বঙ্গবন্ধু

কায়েস মাহাবুব সাকিব ২য় বর্ষ, ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রকাশিত: বর্ণালী মাসিক ম্যাগাজিন-২য় সংখ্যা। প্রকাশিত: বর্ণালী মাসিক ম্যাগাজিন (২য় সংখ্যা) সমতা

Artwork; এক নারীর গল্প

Artwork; সহযোগিতা Artwork; জীবনের শিকড় শিল্প কর্ম আর্ট ওয়ার্ক সব গুলো একত্রে ক্যাটাগরি বাংলায় পড়ুন সবগুলো একত্রে ক্যাটাগরি