মানব বিবর্তন
মানুষ বা হিউম্যান বা হোমো স্যাপিয়েন্স (মানুষের বৈজ্ঞানিক নাম) প্রকৃতপক্ষে হোমো গণের অন্তর্ভুক্ত প্রাণীদের কে বুঝায়। এক কথায় মানব বিবর্তন হচ্ছে,বিবর্তনের মাধ্যমে অন্যান্য হোমিনিড প্রজাতি থেকে একটি আলাদা প্রজাতি-হোমো স্যাপিয়েন্স এর উদ্ভব কে বোঝায়। বিবর্তন বা অভিব্যক্তি হলো এমন একটি জীব বৈজ্ঞানিক ধারণা যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবহমান জীবের গাঠনিক ও চারিত্রিক বৈশিষ্টের ক্রমপরিবর্তন কে বুঝায়।
কোনো জীবের বংশধরদের মাঝে যে জিনরাশি ছড়িয়ে পড়ে সেগুলোই বংশপরম্পরায় ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সৃষ্টি করে। জিনের পরিব্যক্তির মাধ্যমে জীবের নির্দিষ্ট কোনো বংশধরে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হতে পারে আবার পুরোনো বৈশিষ্ট্যের পরিবর্তন ও হতে পারে।যদিও একটি প্রজন্মে জীবের বৈশিষ্ট্যের যে পরিবর্তন সাধিত হয় তা খবুই সামান্য।কিন্তু কালক্রমে সেই পরিবর্তন জীবগোষ্ঠীতে উল্লেখযোগ্য হয়ে ধরা দেয় এমনকি এক সময় তা নতুন প্রজাতির উদ্ভব এর কারণ হয়ে দাঁড়ায়।
মানব বিবর্তন হলো এমনই একটি প্রক্রিয়া যা জন্মগতভাবে আধুনিক মানুষের জীবপ্রক্রিয়াকে উত্থান এর দিকে পরিচালিত করে।প্রাইমেটস এমনি একটি বিশেষ জেনোস হোমো যার বিবর্তনের ইতিহাস এর মধ্য দিয়ে শুরু হয় হোমো স্যাপিয়েন্স এর হোমোনিড পরিবারের একটি বিশেষ প্রজাতি হোমিনিন।
মানব বিবর্তন এর ইতিহাস এর জন্য কয়েকটা বৈজ্ঞানিক শাখা জড়িত যেমনঃ শারীরিক নৃবিজ্ঞান,প্রাইমেটোলজি,প্রত্নতত্ত্ব বিদ্যা,জীবাশ্মবিজ্ঞান,স্নায়ুবিজ্ঞান,বিবর্তনীয় মনোবিজ্ঞান,ভ্রুণবিদ্যা,ভাষাতত্ত্ব বিজ্ঞান,জেনেটিক্স ইত্যাদি।
যদিও মানব বিবর্তন গবেষণা করতে গিয়ে অস্ট্রালোপিথেকাস গণের অনেক প্রজাতি নিয়ে অধ্যয়ন করতে হয়। আনুমানিক ২৩-২৪ লক্ষ বছর পূর্বে আফ্রিকাতে হোমো গণটি অস্ট্রালোপিথেকাস গণ হতে পৃথক হয়েছিল,আর এই হোমো গণে অনেক প্রজাতির উদ্ভব ঘটেছিল কিন্তু মানুষ ছাড়া সবই বিলুপ্ত হয়েছিল।
মানব বিবর্তন এর প্রারম্ভিক ইতিহাস
প্রাগৈতিহাসিক এ টু জেড
উভচর প্রাণী থেকে কি সাপ গুলো বিবর্তনের মাধ্যমে এসেছে?
বিবর্তন বাদ তত্ত্ব অনুসারে সেসব বিষয় গুলো অবশ্যই জানা উচিত 2023
গনবিলুপ্তি কি কেন ঘটেছিল সব গুলো কারণ জানুন
এসব বিলুপ্ত প্রজাতিদের আবার বিভিন্ন এলাকায় ভাগ করে নাম দেয়া হয়েছে,যেমনঃ হোমো ইরেক্টাস যারা এশিয়ায় বাস করত,আবার হোমো নিয়ানডার্টালেন্সিস যারা ইউরোপ ও মধ্য প্রাচ্যে ছড়িয়ে পড়েছিল। আর্কায়িক হোমো স্যাপিয়েন্স এর উদ্ভব হয়েছিল প্রায় ৪-২৫ লক্ষ বছর পূর্বে আফ্রিকাতেই, আধুনিক মানুষ থেকে সামান্য কিছু ক্ষেত্রে পৃথক ছিল এরা দেহের অভ্যন্তরীণ গঠন ও বুদ্ধিমত্তায়।
আফ্রিকাতে উদ্ভূত হয়ে ৫০ হাজার-১লক্ষ বছর পূর্বে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন মহাদেশে,আমাদের এই মানুষ জাতিই।ধারণা করা হয় আনুমানিক ২৫ লক্ষ বছর পূর্বে ইরেক্টাস বা এরগ্যাস্টরা আফ্রিকাতে ছড়িয়ে পড়েছিল তাদেরই উত্তরসূরি হিসেবে পৃথকভাবে উৎপত্তি হয়েছে আমাদের এই মানুষ জাতি। তবে ভৌগলিকতার কারণে সেসব হোমো দের ভেতরেও অন্তঃপ্রজনন সম্ভব ছিল।
২০১৯ সালের অক্টোবর এ প্রকাশিত গবেষণা প্রতিবেদন অনুসারে আধুনিক মানুষ প্রায় ২ লক্ষ বছর আগে আফ্রিকা হতে যাত্রা শুরু করেছিল এবং এর উৎপত্তি স্থল ছিল বৎসোয়ানা ।
মানব বিবর্তন: একটি ক্রমবিকাশের গল্প
বিবর্তন হল বিজ্ঞানের অন্যতম আকর্ষণীয় এবং গভীরতম বিষয়। এটি হল প্রাইমেটদের ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে অন্যান্য হোমিনিড থেকে একটি আলাদা প্রজাতি হিসেবে হোমো স্যাপিয়েন্স-দের (মানুষ) উদ্ভব বা বিব্তরনীয় ইতিহাস।
বিবর্তনের মূল ধারণা
প্রাকৃতিক নির্বাচন: পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য প্রজাতির মধ্যে যে সব বৈশিষ্ট্য উপযোগী হয়, সেগুলোই বংশ পরম্পরা হিসেবে প্রবাহিত হয়।
উদ্ভূতি: একই প্রজাতির সদস্যদের মধ্যে সময়ের সাথে সাথে সামান্য সামান্য পরিবর্তন ঘটতে থাকে। এই পরিবর্তনগুলোই নতুন প্রজাতির উদ্ভব ঘটায়।
অনুকূলন: পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রাণীরা নিজেদের শারীরিক ও মানসিক গঠন পরিবর্তন করে।
মানব বিবর্তনের মূল চালিকা শক্তি
দ্বিপদে চলা: দুই পায়ে হেঁটে চলা মানুষকে হাত দিয়ে অন্য কাজ করার সুযোগ করে দিয়েছে।
মস্তিষ্কের বিকাশ: বড় ও জটিল মস্তিষ্ক মানুষকে জটিল সমস্যা সমাধান করতে, ভাষা ব্যবহার করতে এবং সামাজিক সম্পর্ক গড়তে সাহায্য করেছে।
সরঞ্জাম তৈরি: সরঞ্জাম তৈরি করে মানুষ খাদ্য সংগ্রহ এবং নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছে।
ভাষা: ভাষার উদ্ভব মানুষকে জটিল ধারণা বিনিময় করতে এবং সহযোগিতা করতে সাহায্য করেছে।
মানব বিবর্তনের ধাপ
মানব বিবর্তনের ইতিহাসকে কয়েকটি ধাপে ভাগ করা যায়। এই ধাপগুলোতে বিভিন্ন প্রজাতির হোমিনিডের উদ্ভব এবং বিলুপ্তি ঘটেছে।
মানব বিবর্তনের গুরুত্ব
জীবনের উৎপত্তি এবং বিবর্তনের ব্যাখ্যা: মানব বিবর্তনের অধ্যয়ন জীবনের উৎপত্তি এবং বিবর্তনের প্রক্রিয়া সম্পর্কে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে।
মানব প্রকৃতির বোঝা: মানব বিবর্তনের ইতিহাস আমাদের মানব প্রকৃতি, সামাজিক আচরণ এবং মানসিক বৈশিষ্ট্য সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি দেয়।
চিকিৎসা বিজ্ঞান: মানব বিবর্তনের অধ্যয়ন রোগের উৎপত্তি এবং চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনে সাহায্য করে।
More Stories
বিবর্তন কাকে বলে? কেন বানর মানুষ হচ্ছে না?
প্রাগৈতিহাসিক এ টু জেড
পারমিয়ান (Permian) গনবিলুপ্তি পরবর্তী বাস্তুতন্ত্রের পুনরুদ্ধারে ৩ মিলিয়ন সময় বছর নেয়