Colorgeo

Classroom for Geology and Disaster

Field Trip জাপানে পাহাড় থেকে বনে

Spread the love
জাপানে-ফিন্ড-ট্রিপ-রমন_compressed

Field Trip জাপানে পাহাড় থেকে বনে

Field Trip

যারা ভূতত্ত্ব নিয়ে পড়াশুনা করে তাদের একটা সুবিধা হল তারা ভ্রমণ পিপাশু । পৃথিবীর দুর দূরান্তের নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য গুলোকে নিজ চোখে দেখার সুযোগ থাকে। এমনকি সে সব প্রাকৃতিক দৃশ্য গুলো সৃষ্টি প্রক্রিয়া নেড়েচেড়ে দেখার সুযোগ থাকে। আমি যখন প্রথম ভূতত্ত্ব নিয়ে পড়াশুনা করতে গেলাম তখন ই বুঝেছি আমার সামনে অপার সম্ভাবনা পৃথ্বীকে দেখার । আমি যেমন ঘুরতে ভাল বাসি ঠিক তেমনি আমার পড়াশুনার বিষয় একেবারে শোনায় সেহাগা।

এই যেমন আমি যখন Field Trip যাই আমার হাতে থাকে একটি ক্যামেরা। অবশ্যম্ভাবী। যেন পৃথিবীর নৈসর্গিক দৃশ্য গুলোকে তুলে আনা। বহু কিছুই ভাল লাগে। যেমন পাহাড়, সমুদ্র এবং পাহাড়ের মধ্যে আবার আছে রকম ভেদ। দৃষ্টি ফেরান যায় না।

গত বছর আমি জাপানের Tohoku University Earth Science বিভাগের উদ্যোগে আমার সুপারভাইসর জাপানের পৃথিবীর গনবিলুপ্তি বিষয়ে গবেষণায় একনামে যাকে সবাই চিনে প্রফেসর Kunio Kaiho একটি আন্তর্জাতিক সেমিনার করেছিলেন । সেই সেমিনারে পৃথিবীর বিখ্যাত সব গবেষক দের সাথে আমিও একটি Field Trip এ যোগ দিয়েছিলাম। সাথে ছিল বর্তমানে টকিয়ো বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তাকাহাসি (ছবিতে বামে)।

Field Trip এ আমাদের সাথে আরও ছিলেন Evlin

 

 

জাপানে বৃত্তি নিয়ে পড়তে চাইলে ঘুরে আসুনঃ JASSO Scholarship