Colorgeo

Classroom of Money and Wisdom for Earth Science

কত বড় আমি কহে নকল হীরাটি

কত বড় আমি কহে নকল হীরাটি
Spread the love

কত বড় আমি কহে নকল হীরাটি তাই তো সন্দেহ করি নও ঠিক খাঁটি

ভাবসম্প্রসারন

পৃথিবীর জ্ঞানী ব্যক্তিগণ তাদের গৌরবোজ্জ্বল কীর্তি প্রচার করে বেড়ায় না। গুণহীন ব্যক্তিরাই নিজেদের বড় বলে ঢাকঢোল পিটিয়ে বেড়ায়। মানুষের শ্রেষ্ঠত্ব তার কর্মে প্রকাশ পায় প্রচারে নয়। মহৎ ব্যক্তিদের জয়গান করে অন্যরা নিজের নয়। যে নিজেকে বড় মনে করে এবং গৌরব বৃদ্ধির জন্য নিজের গুণকীর্তন করে বেড়ায় সে প্রকৃতই গুণহীন। কেবল অন্তঃসারশূন্যরা অন্যের কাছে মিথ্যা কথা বলে বাহাদুরি করে বেড়ায়। নিজের প্রশংসা নিজেই নিজের অহমিকায় মেতে ওঠে। জগৎ বিখ্যাত দার্শনিক সক্রেটিস বলেন আমি যে কিছুই জানি না তাই  শুধু জানি।

বিজ্ঞানী নিউটন বলতেন আমি জ্ঞানসমুদ্রের বালুকা বালুকণা অর্জন করছি মাত্র। আর এজন্যই কবি বলেছেন নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয়। যারা নিজের গুণকীর্তন করে বেড়ায় বুঝতে হবে তারা প্রকৃত জ্ঞানী নয়। তারা হচ্ছেন আত্মপ্রচার শঠ। তার মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নেই মহৎ ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে সবাই তাদের শ্রদ্ধা ভক্তি করে। তাদের নিজেদের কিছুই বলতে হয়না বা তারা বলে না।

মূলকথাঃ

অকর্মণ্য লোকেরাই ব্যর্থ আত্মঅহমিকা প্রচারে লিপ্ত হয়।

কত বড় আমি কহে নকল হীরাটি তাই তো সন্দেহ করি নও ঠিক খাঁটি

ভাবসম্প্রসারন