Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

প্রয়োজনে যে মরিতে প্রস্তুত

প্রয়োজনে যে মরিতে
Spread the love

প্রয়োজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার তাহারই

ন্যায় ও সত্যের জন্য যারা হাসিমুখে জীবন উৎসর্গ করেন তারাই প্রকৃত পক্ষে অমরত্ব লাভ করে। মৃত্যু অনিবার্য সত্য তার পরেও বেঁচে থাকার জন্য মানুষের রয়েছে চিরন্তন আগ্রহ। মৃত্যু ভয়ে ভীত হয়ে কোন মানুষ কাপুরুষ হয়ে বেঁচে থাকতে পারেনা। মৃত্যুই মানুষকে বাঁচিয়ে রাখতে পারে তাই ভেবে আধুনিক কবি জীবনানন্দ দাশ বলেছেন মৃত্যুর পর মানুষ বেঁচে থাকে ।এই বেঁচে থাকায় যথার্থ বেঁচে থাকা মন ভরে বেঁচে থাকা। মৃত্যুকে এড়িয়ে চললে মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া যায়না সম্মানের সঙ্গে আমরা যদি তার কাছে মাথা নত করি তাহলেই মৃত্যুর মধ্য দিয়ে আমরা মৃত্যুঞ্জয়ী হতে পারব যে যথার্থ মানুষ সে মৃত্যুকে বন্ধুভেবে জীবনকে সার্থকতায় ভরে তুলতে চায়। জীবনের প্রয়োজনে মৃত্যু অপরিহার্য তাই বেঁচে থাকার প্রয়োজনে মৃত্যুকে হাসিমুখে বরণ করা আদর্শ মানুষের অবশ্যকর্তব্য। ফ্রাঙ্কলিন বলেছেন মানুষ না মরা পর্যন্ত পরিপূর্ণভাবে জন্মলাভ করে না। পৃথিবীতে যেসব মহামানব নিজ নিজ কর্মের দ্বারা স্মরণীয় আছেন তারা সবাই মৃত্যুর মধ্য দিয়েও মনে ঠাঁই করে নিয়েছেন। মৃত্যু মহান তাই মৃত্যুর জন্য তৈরি ব্যক্তি যথার্থ ভাবে বাঁচার অধিকার। কবি বলেছেন মৃত্যুকে যে এড়িয়ে চলে মৃত্যু তারই এই প্রানে মৃত্যু যারা বুক পেতে নেয় বাঁচতে তারাই জানে.