Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

মিত্রতা রক্ষা করাই কঠিন

Spread the love

মিত্রতা রক্ষা করাই কঠিন

যে সব গুণাবলীর মানুষকে তার মনুষ্যত্বের উন্নীত করে এবং সমাজের শান্তিপূর্ণ হবে বসবাসের সহায়ক তার মধ্যে মিত্রতা সুলভ আচরণ অন্যতম। এ বন্ধুত্ব সহজে গড়ে ওঠে আর শেষ পর্যন্ত টিকিয়ে রাখা সহজ নয়।  মানুষ সামাজিক জীব। সমাজের বেষ্টনীতে প্রত্যেক মানুষ একে অন্যের ওপর নির্ভরশীল হয়ে বাস করে। নির্ভরশীলতার জন্যই মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক একে অন্যের সাথে সম্পর্কের মধ্যে কোন রক্তের বন্ধন থাকে না এ জাতীয় সম্পর্ক খুব সহজে গড়ে উঠলেও দীর্ঘকাল টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন। মানুষের জীবনে প্রায় সময়ই বন্ধুত্ব হয় ক্ষণস্থায়ী ও উদ্দেশ্য নির্ভর। মন মানসিকতার মিল না হলে অথবা সম্পর্কের মধ্যে কোনো রকম স্বার্থ জড়িত থাকলে সে সম্পর্ক রক্ষা করা যায়না। বিভিন্ন গুণের অধিকারী মানুষ খুব সহজেই উদ্দেশ্য হাসিলের জন্য স্বার্থ চরিতার্থ করার জন্য অপরের সাথে বন্ধুসুলভ সম্পর্ক গড়ে তোলে। কিন্তু স্বার্থসিদ্ধির পর সে বন্ধু কেটে পড়ে।  স্বার্থপর মানুষ আছে যারা বিত্তবান লোকের সাথে বন্ধুত্ব করে বৈষয়িক সুবিধা প্রাপ্তির আশায়। সুবিধাবাদী লোক নিজের স্বার্থ পূরণের পর আর সম্পর্ক রক্ষা করে না। এ ধরনের বন্ধুত্ব স্বার্থপরতা নির্ভর। অপরপক্ষে যে বন্ধুত্ব স্বার্থপরতা নির্ভর নয় আত্মীয়তার বন্ধনে আবদ্ধ সে বন্ধুই প্রকৃত বন্ধু। বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য প্রয়োজন আত্মত্যাগ সদাচরণ সত্যনিষ্ঠা নিঃস্বার্থ সেবার মানসিকতা যেখানে এর ব্যত্যয় দেখা যায় সেখানে ঠিকানা থাকে না ।