বেশিরভাগ ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত এলোপাথাড়ি ভাবে সংগঠিত হয় না বরং এগুলো একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে। বেশির ভাগ ভূমিকম্প টেক্টনিক প্লেট বাউন্ডারি বরাবর সংগঠিত হয়। আর এই বাউন্ডারির মধ্য একটা হল রিং অফ ফায়ার ring of fire যা সমস্ত প্রশান্ত মহাসাগর বাউন্ডারি অঞ্চল নিয়ে গঠিত হয় এবং প্রশান্ত মহাসাগরীয় প্লেট অন্যান্য প্লেট গুলোর নিচে ধাবমান। রিং অফ ফায়ার হল পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভূমিকম্প ও অগ্নুৎপাত প্রবণ এলাকা।