colorgeo.com

Disaster and Earth Science

মানুষ কি ভূমিকম্প সৃষ্টির কারণ হতে পারে? কিভাবে ভূমিকম্প প্রতিরোধ করা যায়?

ভূমিকম্প

মানুষের দ্বারা সৃষ্ট ভূমিকম্প আমেরিকার কয়েকটি  জায়গা সহ পৃথিবীর কয়েকটি জায়গায় প্রমাণ পাওয়া গিয়েছে।  ভূমিকম্পকে প্রভাবিত করা যায় এমন কতগুলো নিয়ামক রয়েছে যেমন, হাওয়াই দ্বীপ পুঞ্জ হলো একটি সক্রিয় আগ্নেয়গিরি। এটা উত্তর পশ্চিম বরাবর পুরাতন আগ্নেয় সৃষ্ট দ্বীপ. অগ্রসরমান। খুব কম hotspot হটস্পট যেমন আইসল্যান্ড বিপরতমুখী সরণ কৃত প্লেট বাউন্ডারিতে অবস্থিত৷ হটস্পট এর সৃষ্টি রহস্য নিয়ে এখনো বিজ্ঞানীদের মধ্যে বিরাট মতভেদ রয়েছে। কেউ বলে যে অধিকতর তীব্র তাপীয় ম্যাগমা যা ম্যান্টেল থেকে উপরে ভেসে ওঠে হটস্পট তৈরি করে। বেশীরভাগ বিজ্ঞানী এই হাইপোথিসিস এর পক্ষে মত দিয়েছে যে ম্যান্টেলে র অভ্যন্তরে অধিকতর তাপীয় অঞ্চল থেকেই হটস্পট এর সৃষ্টি।