Field Trip জাপানে পাহাড় থেকে বনে
এই যেমন আমি যখন Field Trip যাই আমার হাতে থাকে একটি ক্যামেরা। অবশ্যম্ভাবী। যেন পৃথিবীর নৈসর্গিক দৃশ্য গুলোকে তুলে আনা। বহু কিছুই ভাল লাগে। যেমন পাহাড়, সমুদ্র এবং পাহাড়ের মধ্যে আবার আছে রকম ভেদ। দৃষ্টি ফেরান যায় না।
গত বছর আমি জাপানের Tohoku University Earth Science বিভাগের উদ্যোগে আমার সুপারভাইসর জাপানের পৃথিবীর গনবিলুপ্তি বিষয়ে গবেষণায় একনামে যাকে সবাই চিনে প্রফেসর Kunio Kaiho একটি আন্তর্জাতিক সেমিনার করেছিলেন । সেই সেমিনারে পৃথিবীর বিখ্যাত সব গবেষক দের সাথে আমিও একটি Field Trip এ যোগ দিয়েছিলাম। সাথে ছিল বর্তমানে টকিয়ো বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তাকাহাসি (ছবিতে বামে)।
Field Trip এ আমাদের সাথে আরও ছিলেন Evlin
জাপানে বৃত্তি নিয়ে পড়তে চাইলে ঘুরে আসুনঃ JASSO Scholarship
More Stories
What are Thrombolites and Stromatolites?
New Sudan Water Conference 2023
Free PPT on Artificial Intelligent