Colorgeo

Disaster Earth Science Career Tips Scholarships

কেন সম্প্রতি এতো বেশি ভূমিকম্প সংগঠিত হচ্ছে?

ভূমিকম্প
Spread the love

ভূমিকম্পের মাত্রা ও তীব্রতা কমা বা বাড়া একটি সাধারণ ঘটনা। এর সাথে ভবিষ্যতের বড় কোন ভূমিকম্প সংগঠনের কোন সম্পর্ক নাই। ComCat earthquake catalog হল এমন একটি সংগঠন যারা প্রতি বছর ভূমিকম্পের সংখ্যা পরিমাপ করে থাকে।  এই সংগঠনের পরিমাপ কৃত ভূমিকম্পের সংখ্যা বৃদ্ধি এটা নির্দেশ করে না যে প্রতি বছর ভূমিকম্পের প্রকৃত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । এটা  শুধু মাত্র ভুনিকম্পের সংখ্যা পরিমাপক প্রযুক্তির উন্নতি বোঝায়। National Earthquake Information Center  বর্তমানে প্রতিবছর ২০০০০ ভূমিকম্প পরিমাপ করে থাকে। যা প্রতি দিন ৫৫ টি ভূমিকম্প।  এভাবে প্রযুক্তির উন্নতির জন্য মানুষের ভূমিকম্প সম্পর্কে আরও বেশি ধারনা বৃদ্ধি পেয়েছে এবং সচেতন হতে পারবে। ১৯০০ সাল থেকে দীর্ঘমেয়াদি পরিমাপের ভিত্তিতে বলা যায় যে প্রতি বছর সাধারণত ১৬ টি বড় ভূমিকম্প  হয়ে থাকে। যার মধ্যে ১৫ টি হল  ৭ মাত্রা মধ্যে আর ১ টি হল ৮ মাত্রার থেকে বড় ভূমিকম্প। গত ৪০-৫০ বছরের তথ্য বিশ্লেষণ করে জানা যায় যে, আমরা প্রতি বছর ১২ টি মত বড় ধরনের ভূমিকম্প ঘটার সম্ভাবনা ধরে রাখতে পারি।

২০১০ সালে মত ২৩ টি বড় ভূমিকম্প সংগঠিত হয়েছে। যা কিনা সাধারণ মাত্রা থেকে বেশি।  যদিও অন্যান্য বছরে কম সংখ্যক বড় ধরনের  ভূমিকম্প হয়েছে। ১৯৮৯ সালে মাত্র ৬ টি বড় ভূমিকম্প আর ১৯৮৮ তে পমাত্র ৭ টি। পরিশেষে বলা যায় যে প্রযুক্তির জন্য উন্নত হবে প্রতি বছর আমরা বেশি সংখ্যক ভূমিকম্প পরিমাপ করতে পারব। তবে ভূমিকম্প সম্বন্ধে কেউ এখন পর্যন্ত কোন সুনির্দিষ্ট পূর্বাভাস করতে পারে না।

ভূমিকম্প