Colorgeo.com

Disaster and Earth Science

কেউ কি ভূমিকম্প সংবেদনশীল হতে পারে?

ভূমিকম্প সংবেদনশীল

কেউ কি ভূমিকম্প সংবেদনশীল হতে পারে?

না,  এমন কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই যে কোন মানুষ ভূমিকম্পের ব্যপারে সংবেদনশীল Earthquake Sensitive হতে পারে। আমরা যেমন জ্বর আসলে বেশি শীত অনুভব করি তেমনি এমন কোন মানুষ নাই যারা ভূমিকম্প সংগঠিত হবার পূর্বে ই কিছু উপসর্গ অনুধাবন করতে পারে। আসলে এগুলো যারা বলে যে তারা ভূমিকম্প হবার আগের বলে দিতে পারে তারা আসলে অতিমাত্রায় ফন্দি ফিকিরে মতলব বাজ। কারণ কেউ কখন ভূমিকম্পের ব্যপারে পূর্বাভাষ দিতে পারে না। অথবা ভূমিকম্পের জন্য কেউ সংবেদনশীল হতে পারে না ।

অনেক সময় আমার মানুষকে বলতে শুনি কই কখন ভূমিকম্প হল বুঝতে তো পারলাম না ! এটা আসলে তাদের অমনোযোগ এর কারণে। অথবা কেউ বলবে যে আমি ভূমিকম্প হবার আগেই বুঝতে পারি যে ভূমিকম্প হবে এই মাত্র এটাও অবিশ্বাস করতে হবে। তবে কিছু প্রাণী আমাদের থেকে তাদের নির্দিষ্ট কিছু অনুভূতি সক্রিয় তাই বুঝতে পারতে পারে। যেমন গরু, ঘোড়া, কুকুর সহ অন্যান্য প্রাণী। 

ভূমিকম্প সংবেদনশীল