Colorgeo.com

Disaster and Earth Science

About US

|| Dr. Raman Kumar Biswas ||


ড. রমন কুমার বিশ্বাস পবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার রেজিলিয়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের  বর্তমানে অধ্যাপক। তিনি 2014 থেকে 2019 সেপ্টেম্বর মাস পর্যন্ত জাপানের Tohoku University তে Earth Science বিভাগে MS leading to PhD  প্রোগ্রামের আওতায় MS ও PhD ডিগ্রী সফলতার সাথে সম্পন্ন করেন। উক্ত বিভাগে প্রফেসর ডঃ Kunio Kaiho ছিলেন তার PhD সুপারভাইজার। তার গবেষণার বিষয় ছিল পার্মিয়ান সময়ের গণ বিলুপ্তির কারণ ও ফলাফল অনুসন্ধান করা। তার গবেষণার টাইটেল ছিল; Terrestrial ecosystem collapse and soil erosion before the end-Permian marine extinction: Organic geochemical evidence from marine and non-marine records. তিনি 2020 সালের  ডিসেম্বর মাসে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করে স্ববিভাগে যোগদান করেন।


আমার গল্প: রমন কুমার বিশ্বাস

আমার গবেষণা ও প্রকাশনা

Raman Kumar Biswas

⇒ Read My Blogs

আমি সাধারণত সব ধরনের বিষয় নিয়েই ব্লগ লিখে থাকি। বিজ্ঞান, ইতিহাস, প্রাগৈতিহাসিক ঘটনা, নীতিকথা  মুক্তি যুদ্ধ, মনের কিছু কথা রয়েছে সেগুলোও সাজানো হয়েছে এই সেক্টরে। অনুপ্রেরণা মূলক কিছু কথা দিয়ে সাজানো হয়েছে ব্লগ সেক্টরে। বাংলা ও ইংরেজি ভাষায় যে সব ব্লগ পোষ্ট গুলো লেখা হয়েছে তার সবগুলো পড়তে Read My Blog লিঙ্ক দেয়া হল ব্লগ পড়ুন।


Blog


⇒ Lecture

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কে উদ্দেশ্য করে LECTURE সেক্টরে কিছু কিছু কোর্সের লেকচার দেয়া হয়েছে। শিক্ষার্থীরা সেগুলো তাদের বিষয় ভিত্তিক বিবেচনা করে পড়তে পারে। পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিজাস্টার রেজিলিয়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ কে মূলত ফোকাস করা হয়েছে। এই বিভাগের বিএসসি ও মাস্টার্স প্রোগ্রামের কোর্স গুলোর মধ্যে কয়েকটি কোর্স নিয়ে এই লেকচার গুলো সাজানো হয়েছে।

lecture


 

জাপানের সংস্কৃতি ও কালচার এবং আমার অভিজ্ঞতা

আমি যখন জাপানে উচ্চ শিক্ষার জন্য যাই তখন যা কিছু আমার ভাল লেগেছে সেই সব বিষয়ে কিছু লেখার অনুপ্রেরণা পেয়েছি বরাবর ই । জাপান এক সময় আমাদের দেশের মত অনুন্নত ছিল । অভদ্র ছিল মানুষের ব্যবহার এমনটাও শোনা যায়। কিন্তু কিভাবে সেই দেশে আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে একটা আদর্শ হয়ে দাঁড়িয়ে রয়েছে । কিভাবে তারা এতো ভদ্র জাতিতে পরিণত হল? জাপানের সংস্কৃতি নিজ চোখে দেখে এসে তার কিছুটা অনুভব করা যায়। যদিও দেখেছি ও বলা যায়। নিজ চোখে তাদের আচার আচরণ ইত্যাদি । সেই সব নিয়েই এই সেক্টরে কিছু লেখার চেষ্টা করেছি। ⇒পড়তে থাকুন 

Raman Kumar Biswas


⇒প্রবন্ধ সমূহ

প্রবন্ধ লেখা খুব বেশি সহজ হয়না তবুও কিছু কিছু বিষয় নিয়ে লিখতে ইচ্ছা করে সময়ের সাথে তাল মিলিয়ে । এই সেক্টরে আমি কিছু প্রবন্ধ বা আমার মনের কথাগুলো বলার চেষ্টা করেছি মাত্র।

প্রবন্ধ


Looking for a Graphics Designer ❤️?

The Services you will get:

Redraw Old Map Vector

Map illustration of USA

Redraw logo

Custom Banner

Infographic design

Business PPT

fiverr alternative

List of gigs:

Old Map Illustration

Design Business PPT

 

Published Book:

ইন্ডিয়াতে যে সব ডাইনোসর বসবাস করতো তাদের মধ্যে কিছু ডাইনোসর এর আকার, আকৃতি এবং খাদ্যাভ্যাস বসবাসের স্থান নিয়ে এই বইটি স্বচিত্র সাজানো হয়েছে। বিভিন্ন ধরনের ডাইনোসর বসবাস করতো বর্তমান ইন্ডিয়াতে। বাংলাদেশে কোন ডাইনোসর বসবাস করতো না বলে ধারনা করা হয় এ বিষয়ে বইয়ে সংক্ষেপে আলোকপাত করা হয়েছে।
মাংসাশী ডাইনোসর হল; কয়েলুরাইডস, কমসসাকাস, ডাণ্ডাকোসরাস, ড্রিপ্টসরাইডস, ইন্ডোসরাস এবং জুব্বলপুরিয়া। এই ডাইনোসরগুলি অন্যান্য প্রাণীকে শিকার করে খেত। শাকাহারী ডাইনোসর হল; জাইনোসর। এই ডাইনোসরটি উদ্ভিদ খেত। সর্বভুক ডাইনোসর হল; জাকলাপালিসরাস। এই ডাইনোসরটি উদ্ভিদ ও অন্যান্য প্রাণী, দুই ধরনের খাবারই খেত।
বিখ্যাত কিছু ডাইনোসর যেমন টাইরানোসরাস রেক্স (টি-রেক্স), এটি একটি বিশাল মাংসাশী ডাইনোসর ছিল। স্টেগোসরাস হল এটি একটি শাকাহারী ডাইনোসর ছিল, যার পিঠে বড় বড় হাড়ের পাত ছিল।
ইন্ডিয়ান ডাইনোসর খুবই বৈচিত্র্যময় ছিল। তারা আকার, আকৃতি এবং খাদ্যাভ্যাসে একে অপর থেকে ভিন্ন ছিল।
৬.৬ কোটি বছর আগে একটি বিশাল উল্কা পৃথিবীতে আঘাত করেছিল, যার ফলে ডাইনোসরসহ অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছিল। এই উল্কা পাতের ফলে বিশাল সুনামি, ভূমিকম্প এবং ভয়াবহ আগুনের কুণ্ডলী সৃষ্টি হয়েছিল। এর ফলে দীর্ঘদিন ধরে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে না পারার ফলে খাদ্যের অভাব, তাপমাত্রার পরিবর্তন এবং বিষাক্ত গ্যাসের কারণে প্রাণীকুলের ধ্বংস হয়। বিজ্ঞানীরা মনে করেন, এই উল্কাটি যদি বর্তমান মেক্সিকোর চিকছুলাভ নামক জায়গায় না পড়ে অন্য কোথাও পড়ত, তাহলে ডাইনোসররা বেঁচে থাকতে পারত এবং মানুষের উদ্ভব নাও হতে পারত না।

ডাইনোসররা পৃথিবীতে কোটি কোটি বছর ধরে রাজত্ব করেছে। তাদের অভিযোজন ক্ষমতা অসাধারণ ছিল। তবে এই উল্কা পাতের মতো এক বিশাল বিপর্যয়ের মুখে তারা টিকে থাকতে পারেনি। বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণার মাধ্যমে এই তথ্যগুলো জানতে পেরেছেন।

ডাইনোসর বিলুপ্তির ফলে পৃথিবীর পরিবেশ বদলে গিয়েছিল এবং নতুন প্রজাতির উদ্ভব হয়েছিল। মানুষও সেই নতুন প্রজাতির মধ্যে অন্যতম। তাই ডাইনোসর বিলুপ্ত না হলে হয়তো মানুষের অস্তিত্বই থাকত না।

বিজ্ঞানীরা এখনও ডাইনোসর বিলুপ্তির বিষয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। এই বিষয়ে আরও অনেক রহস্যের সন্ধান খুঁজে বের করা বাকি রয়েছে।

১। নিউটনের যত আবিষ্কার নিউটনের যত আবিষ্কার (হার্ডকভার), Dr. Raman Kumar Biswas

Newtoner Joto Abishkar

CartRokomari থেকে কিনুন > Buy Now

Cartবইফেরি থেকে কিনুন>  Buy Now

downloadমোবাইলে অ্যাপ থেকে পড়ুন > Download APPS

পড়ে দেখুন:

দক্ষিণ ইংল্যান্ডের একটি গ্রামে বিজ্ঞানী নিউটন ১৬৪২ সালে বড় দিনের একটি সুন্দর সকালে জন্ম গ্রহণ করেন। তার মায়ের নাম হ্যানা। নিউটনের জন্মের আগেই তার পিতা মারা যায়। যখন নিউটনের বয়স ৩ বছর তখন তার মা আরও একটি বিয়ে করে এবং নিউটন তার দাদির কাছে বড় হতে থাকে।

নিউটন এ সময় তার মাকে অনেক মিস করতো মনটা ব্যাকুল থাকতো এবং ভাবত তার মা মনে হয় আর নিউটন কে ভালবাসে না। সে খুব রাগান্বিত হত। নিউটন মাঝে মাঝে তার নতুন বাবাকে খুন করতে চাইত এবং তাদের নতুন ঘর বাড়িকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চাইত।

কিন্তু কেউই আইজাক নিউটনের এই রাগ বুঝত না।

তার এই মনের কষ্ট কেউই বুঝত না। সে সব সময় একটা কক্ষে একা একা সময় কাটাত। কারো সাথে কথা বলত না। শুধু মাত্র দু একটি শব্দ আসতো তার কক্ষ থেকে আর সেটা হল তার খেলনা হাতুড়ি আর করাত দিয়ে  কাটার শব্দ। হ্যাঁ। নিউটন বাল্যকালে হাতুড়ি করাত এসবই নিয়েই খেলা করতো। তার  মা ও দাদি এতোটাই ব্যস্ত থাকতো যে কেউই সেটা লক্ষ্য করে নি যে নিউটনের একটা ভাল দক্ষ হাত রয়েছে। সে তার হাতুর  বাটাল ও করাত দিয়ে সুন্দর করে যেকোনো ছোট আসবাসবপত্র বানিয়ে দিতে পারত। শুধু চেয়ার টেবিল ই নয় যে কোন খেলনা তৈরিতেও তার হস্ত ছিল দক্ষ।

কেউই এমনটা ভাবে নি যে এই আসবাব তৈরির মানুষটি একদিন পৃথিবীকে পরিবর্তন করে দিবে……………………

বইটি পড়তে রকমারি ডট কম থেকে কিনুন।

নিউটনের যত আবিষ্কার নিউটনের যত আবিষ্কার (হার্ডকভার), Dr. Raman Kumar Biswas 

Buy Now


২। প্রাগৈতিহাসিক দুর্যোগ ও গণবিলুপ্তির উপাখ্যান (হার্ড কভার),  ড. রমন কুমার বিশ্বাস

Pragoitihasik Durjog

রয়েল পাবলিকেশন। ISBN: ৯৭৮৯৮৪৯৭১৪৮৯৭

CartRokomari থেকে কিনুন > Buy Now

পড়ে দেখুন:

ভূমিকা:

প্রাগৈতিহাসিক ঘটনা পর্যালোচনা করলে বোঝা যায়। ৬ কোটি ৬০ লক্ষ বছর আগে বিলুপ্ত হওয়ার পূর্ব পর্যন্ত বিশাল আকৃতির ডাইনোসর গুলো পৃথিবীতে ১৬ কোটি বছর রাজত্ব করেছিল। আর এই দীর্ঘ সময় রাজত্বের পর মহা শুন্য থেকে এক বিশাল উল্কা পিণ্ড বর্তমান মেক্সিকোর চিকশুলাব নামক এক জায়গায় আছড়ে পড়ে আর এর প্রভাবে তাৎক্ষনিক ক্ষয়ক্ষতি সহ দীর্ঘ সময় ধরে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায় যাকে বলে বৈশ্বিক উষ্ণতার কারণে ধীরে ধীরে ডাইনোসরদের বিলুপ্তি ঘটে।

অনেকে ধারনা করনে যে, ডাইনোসরদের বিলুপ্তি সহ ওই সময়ে গন বিলুপ্তির ঘটনায় ৭০% প্রাণীর ধ্বংস হয়। এই সময়ের গন বিলুপ্তিকে বলে ট্রিয়াসসিক-জুরাসিক ( বা KT Mass Extinction বা K-Pg) গন বিলুপ্তি। ট্রিয়াসসিক-জুরাসিক (K-Pg Mass Extinction) সময়ে ডাইনোসর বিলুপ্তির আরও আগে ৪ বার মহা বিপর্যয় ঘটেছে যেখানে পারমিয়ান- ট্রিয়াসসিক (Permian-Triassic Mass Extinction, 252.0 Ma) সময়ে ৯০% পর্যন্ত প্রাণী মারা গিয়েছিল। পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য এই মহা বিপর্যয় ঘটেছে বলে অনেক ভূতাত্ত্বিক গবেষক প্রমাণ দেখিয়েছেন।

সুতরাং অতীতের যত মহা দুর্যোগ তার বেশির ভাগই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী। আধুনিক যুগেও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, টেকনোলজির উন্নতি, ৬ষ্ঠ গন বিলুপ্তির (6th Mass Extinction) জন্য অন্যতম প্রভাবক। আর এই প্রক্রিয়া এখন চলমান। অনেক বিজ্ঞানী প্রমাণ দেখিয়েছেন, আমরা আমাদের চারিপাশে তাকালেও তার প্রমাণ পাই। যেমন কিছু প্রজাতির পাখি আমরা আর এখন দেখি না আমাদের চারিপাশে। এমনি অনেক নাম না জানা প্রাণী ইতিমধ্যেই বিলুপ্তু হয়েছে।

টেকনোলজির উন্নতির সাথে সাথে যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে আর এর ফলে করোনা ভাইরাস সমস্ত পৃথিবীতে মুহূর্তের মধ্যেই ছড়িয়েছে। কিন্তু এই করোনা ভাইরাস গত শতাব্দীতে এতোটা ভয়াবহ ভাবে দ্রুত ছড়ায়নি। বিশ্বায়ন নিঃসন্দেহে মানুষের জন্য অনেক সহজ করে দিয়েছে। পৃথিবী এখন সবার হাতের মুঠোয় তবে এটা ঠিক যে এই বিশ্বায়নের জন্যই প্রাণী কুলের বিপর্যয় ও সহজতর হতে পারে। আধুনিক অস্ত্র যেমন পারমানবিক অস্ত্র মুহূর্তে ধ্বংস করে দিতে পারে।

পারমানবিক অস্ত্রের আঘাত চোখে দৃশ্যমান হলে ও পরিবেশ ও জল বায়ু সম্পর্কিত দুর্যোগ দৃশ্যমান নয়, দীর্ঘ মেয়াদে বোঝা যায়। ৬ষ্ঠ গন বিলুপ্তির চলমান প্রক্রিয়ায় ভীষণভাবে প্রভাবিত হতে পারে একটি জাতি আর সেটা হল মানব জাতি। এর প্রধান কারণ হল পরিবেশর জন্য হুমকি হয় এমন কাজ করা। এই মনুষ্য সৃষ্ট দুর্যোগ থেকে মানুষ ই মানুষ কে রক্ষা করতে পারবে। সবার আগে দরকার সচেতন । মানুষ যদি এই পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহে আবাস গড়তে পারে তবেই মানুষের বিলুপ্তি হওয়া থেকে রক্ষা করা যাবে।

বিজ্ঞানী স্টিফেন হকিং তার ” Brief answer to the Big question” বইটিতে সে সমন্ধে বিস্তারিত লিখেছেন। তিনি আরো পৃথিবীর মানুষকে সতর্ক করে দিয়েছেন যে মানুষ যদি অন্য কোনো গ্রহে আবাস গড়তে না পারে তবে ৬ কোটি বছর ধরে পৃথিবী তে একদা বসবাসকারী ডাইনোসদের মত করুন পরিণতি হবে। সুদূর ভবিষ্যতে মানুষ সৃষ্ট হোক আর প্রাকৃতিক কোন কারণেই হোক মানুষকে তার প্রজন্ম কে রক্ষার জন্য অবশ্যই অন্য কোন গ্রহে আবাস গড়া প্রয়োজন তার জন্য সব থেকে উপযুক্ত গ্রহ মঙ্গল-গ্রহ ছাড়া আর কি কিছু আছে?

প্রাগৈতিহাসিক দুর্যোগ ও গণবিলুপ্তির উপাখ্যান (হার্ড কভার),  ড. রমন কুমার বিশ্বাস

Cartরকমারি থেকে কিনুন > Buy Now

Cartবইফেরি থেকে কিনুন> Buy Now


৩। বাংলাদেশের গণহত্যা (হার্ডকভার) by ড. রমন কুমার বিশ্বাস

Bangladeshar Gonohotta

সার সংক্ষেপঃ

পাকিস্তানি স্বৈরাচার সরকার কিভাবে বাংলাদেশের মানুষের উপর বর্বর হত্যাকাণ্ড ঘটিয়েছিল তার বিশদ বিবরণ বইটিতে তুলে ধরা হয়েছে।

Cartরকমারি থেকে কিনুন> Buy Now

Cartবইফেরি থেকে কিনুন> Buy Now

Contact:

rkb07_jh@yahoo.com